Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতিতে নতুন নেতৃত্ব

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১

রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির নতুন কমিটি

রাঙ্গামাটি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতি, রাঙ্গামাটি জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের (ডিপিইও) কনফারেন্স রুমে এ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে পেশাজীবী সংগঠনের রাঙ্গামাটি জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শোয়েব উদ্দিন পিপলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি দেওয়ান। একইসঙ্গে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. হাসান কবীর।

১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হলেও বাকি পদগুলো শূন্য রাখা হয়েছে। পরবর্তীতে শূন্য পদগুলোতে পদবন্টন করা বলে জানিয়েছেন নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান কবীর।

বিজ্ঞাপন

এর আগে, এ দিন সকাল ১০টার দিকে একই কনফারেন্স রুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।

সারাবাংলা/এসডব্লিউ

নতুন কমিটি রাঙ্গামাটি রাঙ্গামাটি প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতি