ঢাকা: গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিট্ন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে জিএমপি কমিশনার নাজমুল করিম খান গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে যান। সেখানে তিনি বলেন, ‘গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। যারা শিক্ষার্থীদের ওপর আঘাত করেছে, তাদের প্রত্যেককে ধরে আইনের আওতায় আনা হবে। যেসব পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষার্থীর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।