Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বৈষম্যবিরোধীদের লক্ষ্য করে গুলি, শিক্ষার্থী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৩

গুলিবিদ্ধ শিক্ষার্থীর মোবাশ্বির হোসাইন। ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেলযোগে এসে গুলি করে পালিয়ে যায় তারা। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। ছাত্রদের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ গুলি ছুড়েছে।

গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম মোবাশ্বির হোসাইন (২৬)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার একজন কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আ. ক. ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেওয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার ২০-৩০ জনের একটি দল সেখানে যায়।

পরে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান। এ ছাড়া, হামলার ঘটনায় গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে ড. মো. নাজমুল করিম খান এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, আমরা একে একে তাদের খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে, রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি দুই ঘণ্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদের এই মুহূর্তে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড (বরখাস্ত) করব।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করবে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না। এতদিনে যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে পুলিশ বের হয়ে আসতে হবে। জনগণের পুলিশ হতে হবে।’

কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, ‘আপনারা কষ্ট করে এসেছেন, জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। গত ১৭ বছর যাবৎ আপনাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের ওপর জুলুম করেছে এখন মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথাচাড়া কোনোভাবে বরদাশত করা হবে না। আমরা এ ঘটনায় এরই মধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছি। আজ রাতে চিরুনি অভিযান হবে। এই চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেক অপরাধীকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ।’

সারাবাংলা/পিটিএম

গাজীপুর গুলি বৈষম্যবিরোধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর