Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে দুজন যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের মাদরাসার কাছে ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সুইট (২৫) পুরান বাস্তপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ (২০) একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সুইট ও নাহিদ মোটরসাইকেলে দ্রুতগতিতে পাশ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তপুরে ফিরছিল। গ্রামে ঢোকার মুখে মাদরাসার কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলে ধাক্কা লাগলে দু’জন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন মারা গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর