লা লিগা
মাদ্রিদ ডার্বির ড্রয়ে লাভ কার, জানালেন সিমিওনে
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৩
লা লিগায় চলছে ত্রিমুখী শিরোপা লড়াই। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা; তিন দলের ব্যবধান খুবই সামান্য। এক পয়েন্টের ব্যবধান নিয়ে গত রাতে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা দুই দল রিয়াল ও অ্যাটলেটিকো। জমজমাট এক লড়াই শেষে জিততে পারেনি দুই দলের কেউই। রিয়ালের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছে অ্যাটলেটিকো। ম্যাচের পর অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে বলছেন, এই ড্রয়ে সবচেয়ে বেশি লাভ হয়েছে বার্সেলোনার।
বিতর্কিত এক পেনাল্টিতে বার্নাব্যুতে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। সেই লিড অবশ্য ম্যাচের দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল, সমান ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৪৫, তারা আছে তৃতীয় স্থানে। আজ রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সা।
সিমিওনে বলছেন, মাদ্রিদ ডার্বির ড্রয়ে সবচেয় বেশি লাভ হয়েছে বার্সার, ‘বার্সা দুর্দান্ত দল। তারা ভালো ফর্মে আছে। দল হিসেবে তারা দারুণ খেলছে। নিজেদের পরের ম্যাচে তারা জিতলে পয়েন্টের ব্যবধান আরও কমবে। তখন শিরোপা লড়াইটা আরও বেশি জমবে। আমরা এই ম্যাচে জিততে পারতাম। তবে মাদ্রিদের বিপক্ষে ড্র করাও ভালো ফলাফল।’
যে পেনাল্টি থেকে গোল করে দল কে এগিয়ে দিয়েছিলেন অ্যাটলেটিকোর আলভারেজ, সেই পেনাল্টি নিয়ে উঠেছে বিতর্ক। রেফারিং নিয়ে প্রশ্নটা তাই করা হয়েছিল সিমিওনেকেও। সিমিওনে অবশ্য ভিএআর নিয়ে সন্তুষ্ট, ‘আমার মনে হয় যথেষ্ট সতর্কতার সাথেই সবকিছু হয়েছে। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা সঠিক। আগেও এরকম ঘটনায় পেনাল্টি দেওয়া হয়েছে। তাই এতে অবাক হওয়ার কিছু নেই।’
সারাবাংলা/এফএম
অ্যাটলেটিকো মাদ্রিদ ডিয়েগো সিমিওনে মাদ্রিদ ডার্বি রিয়াল মাদ্রিদ লা লিগা