২ জেলায় শৈত্যপ্রবাহ, অন্যত্র বেড়েছে তাপমাত্রা
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯
ঢাকা: সারাদেশে তাপমাত্রা বাড়লেও দুই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। তবে এই শৈত্যপ্রবাহ প্রশমিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
রোববার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রাজশাহী এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সোমবারের (১০ ফেব্রুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আর মঙ্গলবারের (১১ ফেব্রুয়ারি) পূর্বাভাস বলছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন সপ্তাহের মাঝামাঝি সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাদল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না।
সারাবাংলা/জেআর/ইআ