Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯

গাজীপুর: ‘অপারেশন ডেভিল হান্টে’ গাজীপুরের পাঁচ থানায় ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত গ্রেফতার বা আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি