আলো বিভ্রাটে আহত রাচিন, লাহোরের স্টেডিয়ামের মান নিয়ে প্রশ্ন
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবেই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় পেলেও রাচিন রবীন্দ্রর অদ্ভুতুড়ে এক ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে কিউইদের। ক্যাচ ধরতে গিয়ে মুখে গুরুতর আঘাত পেয়েছেন রাচিন। আর এতেই নতুন করে প্রশ্ন উঠেছে গাদ্দাফি স্টেডিয়ামের মান নিয়ে।
ঘটনার সূত্রপাত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের ৩৮ তম ওভারে। খুশদিল শাহের ক্যাচ ধরতে ব্যাকওয়ার্ড লেগে দৌড়ে যাচ্ছিলেন রাচিন। ক্যাচ তালুবন্দি করার ঠিক আগ মুহূর্তে ফ্লাডলাইটের আলোতে বল হারিয়ে ফেলেন তিনি। বল সোজা এসে পড়ে তার মুখে। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় রাচিনকে।
মাঠ থেকে সোজা হাসপাতালে চলে যান রাচিন। সেখানে তার বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। বড় আশংকা না থাকলেও আবার কবে মাঠে নামবেন রাচিন, সেটা এখনো নিশ্চিত করেনি কিউইরা। চ্যাম্পিয়নস ট্রফির আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের এমন ইনজুরি বেশ চিন্তায় ফেলে দিয়েছে নিউজিল্যান্ডকে।
রাচিনের এমন ইনজুরিতে সদ্যই সংস্কার হওয়া গাদ্দাফি স্টেডিয়ামের মান নিয়েও তুলেছে প্রশ্ন। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দুদিন আগেই উদ্বোধন করা হয় নতুন করে তৈরি করা গাদ্দাফি স্টেডিয়ামকে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে, গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইট চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্ট আয়োজনের জন্য মানসম্পন্ন নয়। পিসিবির পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে এখনো কোনো জবাব দেওয়া হয়নি।
আগামী ২২ ফেব্রুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
সারাবাংলা/এফএম