Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে কাটাখালি নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮

‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে কাটাখালি নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে

সিরাজগঞ্জ: ‘কাটাখালি খাল পরিস্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের কাটাখালি নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে এই কাটাখালি নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এ অভিযানে অংশ নেয় সিরাজগঞ্জ স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পরে নদীর পাশে বৃক্ষরোপণ করা হয়।

নদীর পাশে বৃক্ষরোপণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এই পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রমুখ।

পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন স্কুল শিক্ষার্থীরাও

সারাবাংলা/এসডব্লিউ

নদী পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর