Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ্লবের পর পরাজিত শক্তিকে কেউ রাখেনি: স্বরাষ্ট্র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: সারাবাংলা

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, বিশ্বের যেসব দেশে বিপ্লব হয়েছে, সেসব দেশে বিপ্লবের পর কেউই পরাজিত শক্তিকে রাখে নি। আমরা অতটা অমানবিক হতে পারি নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘পুলিশ বাহিনীর বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মরাল ক্ষয়ক্ষতি হয়েছে, মানসিক দুর্বলতা হয়েছে ও নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা যেসব পরিকল্পনা নেই, এর কিছু চলমান রয়েছে, আবার কিছু শুরু করবো। এর একটা হলো ডেভিল হান্ট। যেটা শনিবার থেকে শুরু হয়েছে।’

ডেভিল হান্ট কেন- জানতে চাইলে তিনি বলেন, ‘হঠাৎ করে দেখা গেছে, কিছু মানুষ দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এ অভিযান। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়িয়ে থাকত। এখন আর দাঁড়িয়ে থাকা না, এখন আমরা সরাসরি অভিযানে যাব।’

যে সকল সন্ত্রাসীরা ছাড়া পাচ্ছে, তারা এসব করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেসবও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘যৌথভাবে ফোকাস ওয়েতে কাজ করা হচ্ছে। স্টেবল নাকি আনস্টেবল ওয়েতে- সেটা আমরা নিউট্রালাইজ করবো। সে জন্য আইনিভাবে যে পন্থা গ্রহণ করা দরকার সেটা নেব। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে এবং এর   কাজ চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট থেকে তিনদিন দেশে সরকার ছিল না। তখনও দেশে খারাপ পরিস্খিতি তৈরি হয়নি। আমাদের সিস্টেম উন্নত করতে হবে। আগে জনগনের চাহিদার সঙ্গে মিলেনি, এখন মেলানোর চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

আরও পুলিশ গ্রেফতার হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরও হবে আশা করা যায়।’

পুলিশের সাবেক আইজি পলাতক বেনজির আহমেদের সম্প্রতি বক্তব্য নিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘বেনজির সাহেবের বিষয়টি আমরা দেখছি। তবে এখনি সব কথা বলা যাবে না।’

তিনি বলেন, ‘আমরা চাই পুলিশ কোমড় সোজা করে দাঁড়াক। যারা বিদেশ থেকে পয়সা খরচ করে কাউন্সিলিং করেও সফল হতে পারেনি, পারবেও না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা যেন ভাল ভবিষ্যৎ পায়। আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্রাকটিস থাকে। আয়না ঘর যেন আর না হয় কোনোদিন। এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। সেজন্যই আমরা বিচার ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বসবো। সেখানে স্বরাষ্ট্র, আইন, গৃহায়ন ও গণপূর্ত, পরিবেশ উপদেষ্টা থাকবেন।

সারাবাংলা/জেআর/এমপি

অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর