নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২
ঢাকা: রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া এলাকায় নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে জাহিদ (২৩) নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগ পূর্ব নন্দীপাড়া ৯ নম্বর রোডের মাথায় ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় জাহিদের সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জাহিদের শ্যালক মো. রিয়াজ জানান, তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার ডাউরী গ্রামে। বাবার নাম মফিজুল ইসলাম। বর্তমানে রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া মাটির মসজিদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
তিনি আরও জানান, জাহিদ পূর্ব নন্দীপাড়ার নির্মানাধীন ভবনে কাজ করতেন। সকালে ভবনের ছয় তলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে দেখতে পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে তিনি অভিযোগ করেছেন, এই ঘটনার পড়ে ওই নির্মানাধীন ভবনের ফোরম্যান ফোন দিয়ে জানিয়েছিলেন যে জাহিদ বাস ধাক্কায় আহত হয়েছেন এবং তাদের অন্য কর্মচারীদেরকেও তিনি সড়ক দুর্ঘটনার কথা বলতে শিখিয়ে দেন। জাহিদের সহকর্মীরা হাসপাতালে এসে সড়ক দুর্ঘটনার কথা বলেন।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু বলেন, ‘প্রথমে স্বজনরা থানায় এসে জানায়, পূর্ব নন্দীপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদ নামে ওই যুবক মারা গেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি, একটি নির্মানাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে মারা গেছেন তিনি। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ