গাজীপুর: গাজীপুরে “অপারেশন ডেভিল হান্টে” মোট ৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ জন এবং মহানগরের আট থানায় ২৫ জনকে আটক করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ তাদের আটক করে। আটকরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, শনিবার গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক জানান, অপারেশন ডেভিল হান্ট চলমান আছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। আমাদের এই অভিযান চলমান রয়েছে।