Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ছাত্রলীগের দুই নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০

আটক ছাত্রলীগ নেতা প্রান্ত ও হৃদয়। ছবি: সারাবাংলা।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় কুমারখালীতে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপ-দফতর সম্পাদক মো. মেজবাউল হক হৃদয়কে (২১) আটক করেছে পুলিশ।

রোরবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর রাতে পদ্ম পুকুর ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ওসি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্ম পুকুর ঘাট এলাকায় নাশকতা করার প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি ও উপ-দফতর সম্পাদক আটক করা হয়। তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া ছাত্রলীগের দুই নেতা আটক