ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯
ঢাকা: রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে অবরোধের পর বিকেল ৪টার দিকে শাহবাগ থেকে সচিবালয় উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, ‘বর্তমানে ডিপ্লোমা মেডিকেল কোর্স সম্পূর্ণ করে প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছেন। গত এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। নিয়োগবিধি সংশোধনের নামে তালবাহানা করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদ রয়েছে ২৫০০টি। এতে ম্যাটস থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই। রাজপথে এসে আন্দোলন করতে চাই না।’

দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা
দাবি মানার ঘোষণা দিলেই ফিরে যাবেন জানিয়ে তারা বলেন, ‘আমাদেরকে নিয়ে বৈঠক করতে হবে। সবার সামনে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরে যাব।’
এদিন, প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন তার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী। পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুরসহ বৈঠকে যোগ দেন মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা