Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার নামে সাদপন্থিদের ভন্ডামি করার সুযোগ না দেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২

রাজধানীর জাতীয় এক সংবাদ সম্মেলন থেকে ইজতেমার নামে সাদপন্থীদের ভন্ডামি করার সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়

ঢাকা: মাওলানা ‘সাদপন্থি খুনিদের’ টঙ্গীর পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভন্ডামি করার সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ ও তাবলীগের সদস্যদের একাংশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

গত ১৭ ডিসেম্বর,২০২৪ দিবাগত রাতে সাদপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে হত্যাযজ্ঞ ও নৃশংস হামলার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি এবং টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সংক্রান্ত শুয়ারী নেজামের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে জানাতে তাবলীগের অপর অংশ শুয়ারী নেজাম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক।

দাবি তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, ‘সাদপন্থি খুনিদের টঙ্গীর পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভন্ডামি করার সুযোগ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি। টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। অন্যথায়, আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই। ইজতেমা সুন্দর সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত হয়েছেন ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে ওসামা ইসলাম সরকার কর্তৃক প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে স্বীয় স্বার্থে, তার ফেইসবুকে প্রচার শুরু করে দিয়েছে। যা সরকারী সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী ৩ দিনের মধ্যে উক্ত বিষয়ে ভুল স্বীকার করে প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দিচ্ছি। এ ছাড়া ডিসেম্বর মাসের সরকারী প্রজ্ঞাপনে ভুলক্রমে যে সহবস্থান শব্দটি ব্যবহার করে সকল জেলায় ফ্যাসাদের ক্ষেত্র সৃষ্টি হয়েছে তা সংশোধন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমরা জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবসহ সাদ অনুসারী ভাইদের আবারও উদ্ধাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন সত্যের দিকে ফিরে আসুন, ইসলামের শান্তির পথে ফিরে আসুন। নবীর সমালোচনাকারীকে বর্জন করুন। কোরআন হাদীসের অপব্যাখ্যাকারীকে ত্যাগ করুন। নিজেকে নিজে আমীর ঘোষণাকারীকে ছেড়ে দিয়ে বির্তকের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা-মুরব্বিগণ তবলিগ পরিচালনা করছেন, তাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তবলীগের এই মহান ও সুন্দর মেহনতের ছায়াতলে শরীক হউন। নিজের ইমান বাঁচান। তবলীগের এই মেহনতটিকে বাঁচান। দেশকে বাঁচান। দেশের জনগনকে শান্তিতে থাকতে দিন। আর না হয় ভবিষ্যতে আরও কঠিন থেকে কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন।’

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর