Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শেষে দেশে ফিরলেন ফখরুল-খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ যোগ দিয়ে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান একই অনুষ্ঠানে অংশ নেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন তারা।

এ বছর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারেক রহমান এ অনুষ্ঠানে অংশ গ্রহণ না করলেও তার প্রতিনিধি হিসেবে একমাত্র কন্যা জাইমরা রহমান এ অনুষ্ঠানে অংশ নেন।

সারাবাংলা/এজেড/ইআ

আমীর খসরু মাহমুদ চৌধুরী ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর