Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমান গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪

ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দুই পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

গত বছরের ২ আগস্ট ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমানকে বদলি করা হয়। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাইয়ে উত্তরা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল। সে সময় নির্বিচারে গুলি, গ্রেফতারে জড়িত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

উত্তরা থানা ওসি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর