স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেমের (৫০) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম মহিষমারা এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। সে শ্রীরামপুর বাজারের সার ব্যবসায়ী ছিলেন।
নিহত আবুল কাশেমের মেয়ে জানান, তিন মাস আগে তার বাবা ব্রেইন স্ট্রোক করেন। হাসপাতালে থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। তিনি চিকিৎসকের পরামর্শ না শুনে বাড়িতে কাজ করায় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর