সারাদেশে অপারেশন ‘ডেভিল হান্টে’ গ্রেফতার ১৩০৮
স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫
ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল শনিবার যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ