Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহৃত গণঅধিকার পরিষদের নেতা অন্তরকে ঢাকা থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২

রবিউল আউয়াল অন্তর। ছবি: সারবাংলা।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহৃত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল অন্তরকে অপহরণে দুইদিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ প্রেস ব্রিফিং করে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ নবীনগরের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তর পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা সোলায়মানের ছেলে।

পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণঅধিকার পরিষদের ওই নেতাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার মাওয়া এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে অন্তর ঢাকায় তার বন্ধু মো. আল-আমিনের কাছে যায়। এ ঘটনায় অন্তরের ভাই মো তুষার আল-মামুন বাদী কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি।

সারাবাংলা/এসআর

অপহরণ অপহৃত নেতা উদ্ধার গণঅধিকার পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর