রাইস ব্রান অয়েল রফতানিতে ২৫% শুল্ক আরোপ
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২
ঢাকা: পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান অয়েল রফতানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি শুল্ক) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৯ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, দেশে তেলের উৎপাদন বাড়াতে চেষ্টা করছে সরকার। সয়াবিন তেলের উৎপাদন বাড়াতে সরিষা উৎপাদনে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সয়াবিন তেল আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। এরপরেও সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে আসেনি। বরং বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সম্প্রতি দেশে রাইস ব্রান অয়েল উৎপাদন শুরু হয়। এই তেলের চাহিদা বেশি হওয়ায় দেশের বাইরে থেকে এ জাতীয় তেল আমদানি হচ্ছে। তবে দেশে উৎপাদিত এসব তেল রফতানিও হচ্ছে। সেই রফতানির লাগাম টানতে এবার রাইস ব্রান অয়েল রফতানিতে শুল্ক আরোপ করা হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম