ভালোবাসা দিবসে বিডিকলিংয়ের কোর্সে ৫০ শতাংশ ছাড়
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯
ঢাকা: প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ-তরুণী শুধু নয়, মা-বাবার প্রতি সন্তানের, বোনের প্রতি ভাইয়ের বা ভাইয়ের প্রতি বোনের ভালোবাসাসহ নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক প্রকাশ ঘটে এই দিনটিতে। আর ভালোবাসা দিবসের এমন আনন্দকে দ্বিগুণ করে দিতে বিশেষ অফার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি।
আগামী ১৪ ফ্রেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার প্রজোয্য হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে বিডিকলিং একাডেমি অফিস ভিজিট করলে যেকোনো কোর্সে ৫০ শতাংশ ছাড় থাকছে। তবে এই ভালোবাসা অফার শুধু প্রেমিক-প্রেমিকা বা জীবনসঙ্গীদের জন্যই নয়। মা-বাবা, ভাই-বোন বা ভালোবাসার যেকোনো মানুষকে সঙ্গে নিয়ে আসলেই এই অফার পাওয়া যাবে। তবে আগামী ১৪ ফ্রেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বিডিকলিং একাডেমি মনে করে ভালোবাসা আর ফাল্গুনের দিনব্যাপী আনন্দ, ঘোরাফেরা আর ভালোবাসার ফাঁকে স্কিল ডেভেলপমেন্টকেও সঙ্গী করা প্রয়োজন। দ্রুততম সময়ে নিজের দক্ষতা অর্জনের মাধ্যেমে বেকারত্ব থেকে মুক্তি পেয়ে নিজের ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী যারা করতে চান, তাদের জন্য বিশেষ এই অফার বড় ভূমিকা রাখতে পারে বলেও জানিয়েছে বিডিকলিং একাডেমি।
জানা গেছে, তথ্যপ্রযুক্তির বিশ্বায়নের কথা চিন্তা করে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে বিডিকলিং একাডেমি। গত এক বছরে (২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) ৫ হাজারের অধিক শিক্ষার্থীকে আইটি খাতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২০৩৫ জন শিক্ষার্থী দক্ষতা অর্জনের পর বিডিকলিংসহ বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। এমনকি প্রশিক্ষণ পাওয়া এসব শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপের (বিনামূল্যে) মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছে বিডিকলিং একাডেমি।
প্রসঙ্গত, কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিডিকলিং একাডেমি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।
সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ