‘নির্বাচন দীর্ঘায়িত করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে’
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০
চট্টগ্রাম ব্যুরো: নির্বাচন দীর্ঘায়িত করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিনিধি সভা ও কর্মশালার আয়োজন করা হয়।
এরশাদ উল্লাহ বলেন, ‘সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করলে হঠকারিতা ও নৈরাজ্য বাড়বে। এর পরিণতিতে দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে, যার লক্ষণ ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি।’
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘বিএনপির ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ।’
নগরীর কালামিয়া বাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মোবিন।
সারাবাংলা/আরডি/এসআর