Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি পৌর আ.লীগের সম্পাদকসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯

রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনছুর আলী। ছবি: সারাবাংলা।

রাঙ্গামাটি: রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ‘প্রভাবশালী’ ঠিকাদার মো. মনছুর আলীসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের রিজার্ভবাজার এলাকা থেকে মনছুর আলীকে গ্রেফতার করে পুলিশ।

পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে সদর উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি শাহজাহান মাঝি ও পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাাদক মাওলা মিয়াকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন।

ওসি জানান, অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে রাঙ্গামাটি জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

অপারেশন ডেভিল হান্ট আ.লীগ নেতা গ্রেফতার রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর