শিরোপা নিয়ে বরিশালে তামিমরা, পেলেন রাজসিক সংবর্ধনা
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৫
বরিশাল: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটাররা শিরোপা নিয়ে ফরচুন বরিশালে এসেছেন। পেয়েছেন রাজসিক সংবর্ধনা। সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দুটি বিপিএল শিরোপা নিয়ে তাদের শহরে ফিরেছেন তামিম-মুশফিকরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছান তারা। বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। এ সফরে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ সিনিয়র খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। প্রথমে তারা মধ্যাহ্নভোজ করেন। এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাদের যাওয়ার আগেই হাজার হাজার দর্শকে ভরে উঠে মাঠ। কঠোর নিরাপত্তায় দুটি লাল গাড়িতে বিকেলে ৪টায় নগরের মূল সড়ক থেকে বেলস পার্কের দিকে যায় তামিমের দল। বিকেল সোয়া ৪টার দিকে মঞ্চে ওঠে পুরো বরিশাল দল। এ সময় দর্শকেরা করতালি দিয়ে অভিনন্দন জানান চ্যাম্পিয়ন খেলোয়াড়দের। সেখানে ভক্তরা তাদের কাছে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পান।
বরিশালে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। দুপুর ২টায় শুরু হওয়া এ আয়োজন চলে বিকেল ৫টা পর্যন্ত।
ক্রিকেটপ্রেমীরা ফরচুন বরিশালের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত। অনেকেই জানান, বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় হওয়ায় সরাসরি খেলা দেখার সুযোগ হয়নি। তাই এই আয়োজন তাদের জন্য বিশেষ অনুষ্ঠানে পরিণত হয়েছে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা দারুণ গর্বিত।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তদের চোখের সামনে দেখে আত্মহারা বরিশালের ক্রিকেটপ্রেমীরা। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বেলস পার্ক সেনাবাহিনীর একাধিক দল টহল দিচ্ছে।
প্রসঙ্গত, বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল। তামিমের নেতৃত্বে গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল।
সারাবাংলা/এসআর