Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোল্যা নজরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলার পর ৫ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশান থানাধীন কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে রোববার বিকেলের দিকে মামলার তদন্ত কর্মকর্তা গুলশানা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মাহফুজুল হক তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি রাজশাহী থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে প্রগতি সরণিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। সেখানে গুলিবিদ্ধ হন জুবায়েদ। এ ঘটনায় জুবায়েদের বাবা হুমায়ুন কবীর গত ৫ অক্টোবর ৩৫ জনের নামে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মোল্যা নজরুল ইসলাম এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।

একই দিন রংপুর ও নীলফামারী থেকে তিন পুলিশ সুপার আব্দুল মান্নান, আবুল হাসনাত ও আসাদুজ্জামানকে আটক করে ঢাকার ডিবি হেফাজতে পাঠানো হয়। তবে এখনো তাদের গ্রেফতার দেখানো হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ মোল্যা নজরুল রিমান্ড

বিজ্ঞাপন

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪

আরো

সম্পর্কিত খবর