Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে মা-মেয়েকে মারধর, জড়িতদের গ্রেফতারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৩

মানববন্ধন।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘর-জমি দখলের চেষ্টা, মা-মেয়েকে মারধর, শ্লীলতাহানি ও সোনার গয়না ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে এ মানববন্ধন করে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এর আগে শুক্রবার কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়ায় মনোতোষ হাওলাদারের বাড়িতে হামলা, মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মানববন্ধনে ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস বলেন, বাসতবাড়ির ও জমি দখল করতে স্থানীয় প্রফুল্ল মিস্ত্রি ও তপন লোকজন নিয়ে বসতঘর ও জমি দখল করতে আসেন। এ সময় বাধা দিলে তাদের মারধর ও শ্লীলতাহানি করে। সোনার গয়না ছিনিয়ে নেয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

সারাবাংলা/এসআর

গ্রেফতা‌রের দাবি‌ পটুয়াখালী মা-মেয়েকে মারধর মানববন্ধন সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর