খুলনায় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু
১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০২
খুলনা: খুলনা জেলা কারাগারে আকতার শিকদার (৪৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ছিলেন তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
রোববার (৯ ফেব্রুয়ারি) কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন। মারামারি ও বিস্ফোরক মামলায় গত ২৭ জানুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজতি আসামি আকতার শিকদার রোববার দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কারারক্ষীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৪ নভেম্বর তেরখাদা থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি ছিলেন তিনি। আক্তার শিকদার গত ২৭ জানুয়ারি খুলনার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে খুলনা কারাগারে ছিলেন আক্তার শিকদার।
সারাবাংলা/এসডব্লিউ