গাজীপুর থেকে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম গ্রেফতার
১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৬
গাজীপুর: জেলার শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, চয়ন ইসলাম ওই এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার পর ওই বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে ভবনের একটি ফ্ল্যাট থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সাবেক এমপি চয়নকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সারাবাংলা/এসডব্লিউ