Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১

গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ৩

যুদ্ধবিরতি চলা সত্ত্বেও রোববার (৯ ফেব্রুয়ারি) গাজার পূর্বাঞ্চলে কমপক্ষে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে, গাজার পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় আট মাসের গর্ভবতী এক নারীকে হত্যা করে তারা।

এদিকে, হামাসের তিনজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পরিবর্তে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে কমপক্ষে সাত জনকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত ৪৮,১৮৯ জন নিহত এবং ১,১১,৬৪০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, এই সংখ্যা ৬১,৭০৯ জনে দাঁড়িয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা গাজা-ইসরায়েল যুদ্ধে কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়েছে।

 

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েলি হামলা গাজা- ইসরায়েল নিহত

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর