Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বালুরঘাটে ১ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা গড়াই নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

ডাকাতি শেষে ডাকাত দল সদস্যরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।  গুলির শব্দ শুনেছেন আশেপাশের এলাকাবাসী।

ঘটনার বিষয়ে বালুরঘাটির ব্যবস্থাপক এনামুল হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত ব্যক্তি ঘাটে আসেন। তাদের মাথায় হেলমেট এবং হাতে শর্টগান ছিল। সে সময় তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে আমাদের জিম্মি করে ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়। যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন এলাকায়।

তিনি আরও বলেন, প্রায় ২ কোটি টাকা দিয়ে পাউবো থেকে এই বালুরঘাট ইজারা নেওয়া হয়েছে। মূলত বালুরঘাট দখল নেওয়ার জন্য এ ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবরে জিলাপীতলা বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এতে ওই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।’

সারাবাংলা/এসডব্লিউ

কুষ্টিয়া ডাকাতি

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর