Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে দুই দিনে আটক ১৮২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬

গাজীপুর: ‘অপারেশন ডেভিল হান্ট’ এর দ্বিতীয় দিনের অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ২১ জন ও গাজীপুর মেট্রোপলিটনের ৮ থানায় ৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর দ্বিতীয় দিনে গাজীপুর জেলার ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে আটক করা হয়।

অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর দ্বিতীয় দিনে গাজীপুর মেট্রোপলিটনের ৮টি থানায় ৭৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পূবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে আটক করা হয়।

এ নিয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ দুই দিনে ১৮২ জনকে আটক করা হয়েছে।

 

সারাবাংলা/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট আটক গাজীপুর

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর