Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক (৬৫) মারা গেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

ঢামেক-এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ জানুয়ারি অসুস্থজনিত কারণে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক-এর মর্গে রাখা হয়েছে।

মৃত এনামুলের ছেলে মো. রাসেল জানান, তার বাবা এনামুল হক হাবিলদার ছিলেন। হত্যা মামলায় উনার ১০ বছর সাজা হয়েছিল। যেটা ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু বিস্ফোরক মামলায় আটক ছিলেন। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংমধ্যপাড়া গ্রামে।

সারাবাংলা/এসএসআর/এনজে

আসামি ঢামেক বিডিআর বিদ্রোহ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর