Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৩

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের সংসদীয় আসনের জন্যে জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ জন

সিরাজগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে দারুল ইসলাম মহিলা কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতের দাফতরিক সুধী সমাবেশে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

অধ্যাপক জাহিদুল ইসলাম জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।

জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান।

এদিকে, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যাচাই-বাছাই করে কয়েকদিনের মধ্যে সেটিও ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

সারাবাংলা/এনজে

জামায়াতে ইসলামী নির্বাচন প্রার্থী সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর