অভিষেকেই ১৫০ রানে ব্রিজকের ইতিহাস
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৮
চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে বেশ কয়েকজন নতুন মুখকে মাঠে নামিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার ম্যাথু ব্রিজকে তাদেরই একজন। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ওয়ানডে অভিষেকেই ইতিহাস গড়লেন এই ব্যাটার। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে অভিষেকেই ১৫০ রান করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে আজকের আগে মাত্র একটি টেস্ট ও ১০টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল ব্রিজকের। চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকলেও ত্রিদেশীয় সিরিজেও স্কোয়াডে আছেন তিনি। লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল প্রোটিয়ারা।
অভিষিক্ত ২৬ বছর বয়সী ব্রিজকে নেমেছিলেন ওপেনিং। নিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ব্রিজকে। কিউই বোলারদের তুলোধুনো করে ১২৯ বলে তুলে নিয়েছেন নিজের প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি তুলে নেওয়ার পর আরও আগ্রাসী ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ১১ চার ও ৫ ছক্কায় ১৪৮ বলে ১৫০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন ব্রিজকে।
অভিষেকেই সেঞ্চুরি ও ১৫০ রান করে নতুন রেকর্ড গড়েছেন ব্রিজকে। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে অভিষেকেই ১৫০ রান করেছেন তিনি। ব্রিজকে ভেঙেছেন ৪৮ বছর পুরনো রেকর্ড। ব্রিজকের আগে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের ডিএল হায়েনসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেকে ১৪৮ রান করেছিলেন তিনি।
এছাড়াও ১৯ তম ব্যাটার হিসেবে নিজের ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া চতুর্থ দক্ষিণ আফ্রিকার ব্যাটার হলেন ব্রিজকে।
সারাবাংলা/এফএম
ইতিহাস চ্যাম্পিয়নস ট্রফি দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাথু ব্রিজকে