ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইস্যুতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গনমাধ্যমকে তিনি জানান, ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইউএনডিপি ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির লক্ষ্যমাত্রা আছে, সেগুলোতে সহায়তা করবে ইউএনডিপি। ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।