Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় মৃত হরিণসহ ৪৮০টি হরিণের ফাঁদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৬

অভিযানে উদ্ধার করা ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৪৮০টি হরিণ শিকারের ফাঁদ

সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৪৮০টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিণ ও ফাঁদ উদ্ধার করা হয়। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে।

শিকারীদের চিহ্নিতপূর্বক আটকের চেষ্টা অব্যহত রয়েছে এবং জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনজে

উদ্ধার ফাঁদ সাতক্ষীরা হরিণ

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর