Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজশাহী: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সে জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য একাধিক কমিটি রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডেভিল শব্দের অর্থটা কী? শয়তান। যারা শয়তান, তারাই ধরা পড়বে। এখন ছোট কি বড় শয়তান, সেটি বিষয় নয়। ডেভিল হান্ট ডিক্লিয়ার (ঘোষণা) করার পর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথম দিনই পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। সুতরাং, ছোট-বড় ব্যাপার না। যিনি এই জালে আসবেন, তিনিই ধরা পড়বেন।’

রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রমজানে আপনাদের দুটি দিকে খেয়াল রাখতে হবে। রমজান কিন্তু মুসলমানদেরই। অন্যান্য ধর্মে দেখবেন, যখন তাদের উৎসব থাকে, তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেন। অথচ রমজানের সময় পণ্যের দাম বেড়ে যায়। দাম বাড়ানোটা তারা (ব্যবসায়ীরা) সওয়াব হিসেবে নেন কি না, আমি জানি না। দাম বাড়ানোটা কিন্তু সওয়াব না। এই যে তারা মানুষের ভোগান্তির সৃষ্টি করছেন, এ জন্য শুধু জনগণের কাছে না, ওপরওয়ালার কাছেও দায়ী থাকবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আশা করছি, এবারের রমজানে জিনিসপত্রের দাম সহনীয় থাকবে। যেহেতু আমাদের ডাল, ছোলার আমদানি পর্যাপ্ত। খেজুরসহ অন্য জিনিসপত্রেরও সরবরাহ খুবই ভালো।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সুষ্ঠুভাবে সামাল দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীকেও ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনাদের (সাংবাদিক) এবং চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে পাশের দেশকে জবাব দিয়েছেন। তারপরও আমি বলব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। এটা আইনশৃঙ্খলা বাহিনীই দেখবে। কিন্তু ওই সময় যারা এগিয়ে এসেছেন, তারা ভালো কাজই করেছেন।’

গরু আনতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের লোকদের একটু সচেতন করতে হবে। হরিয়ানা থেকে গরুটা কিন্তু হেঁটে হেঁটে আসে না। তাদেরই (ভারতীয়) চোরাকারবারিরা নিয়ে আসছে, কিন্তু তারা বর্ডারটা ক্রস (সীমান্ত পার) করে না। আমাদের এদিকের লোকজনই ওদিকে যাচ্ছেন। আমাদের মনে হয়, গরু চোরাচালানি কমে যাবে। কারণ খামারিরা উৎপাদন বাড়িয়েছেন। হয়তো একটা সময় আসবে, আমাদের ওই দিকের গরু প্রয়োজনই হবে না।’

এ ছাড়া চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যরা চাকরি ফিরে পাবেন কি না, জানতে চাইলে অন্তর্র্বতী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দোষী হয়ে চাকরি হারান, তাকে কি ফেরানো উচিত? আপনারা যদি “না” বলেন, তাহলে আমিও “না” বলব। যদি (তারা) নির্দোষ হয়ে থাকেন, সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

রাজশাহী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর