শাহবাগে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৪
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলে প্রাথমিকে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ২ টার দিকে শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষকদের সঙ্গে পুলিশের এই ঘটনা ঘটে।
এ দিন, দুপুর ১২টা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে এবং দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।
![](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/Shahbagh.jpg)
শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ব্যবহার। ছবি: সারাবাংলা
অবস্থানরত শিক্ষকরা বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না। আমাদের বলা হয়েছে রায়ের শুনানি এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে, এটা আমরা মানি না। বিশেষ আদালত বসিয়ে আজকের মধ্যে সমাধান না করলে রাজপথ ছাড়ব না।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। আর গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
সারাবাংলা/এমএইচ/এনজে