স্বামী হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। রায়ের সময় স্ত্রী হাফিজা উপস্থিত থাকলেও প্রেমিক মাসুম পলাতক রয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামীম উল আজম খান লিসন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুক্তাগাছা ভাবকি গ্রামের মৃত হেলাল উদ্দিনের স্ত্রী হাফিজা খাতুন ও তার প্রেমিক ময়মনসিংহ নগরীর চর খাগড়া গ্রামের আ. আজিজের ছেলে আব্দুল্লাহ আল মাসুম।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে ২৮ জুন রাতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দুবাইপ্রবাসী হেলাল উদ্দিনকে স্ত্রী হাফিজা খাতুনের সহযোগিতায় ঘুমের ওষুধ খাইয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে প্রেমিক মাসুম। হত্যার পর স্ত্রী ডাকাতির নাটক সাজায়। পরে পুলিশ তদন্তে স্ত্রী ও তার প্রেমিক মাসুমের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন।
হাফিজা খাতুন ও হেলাল উদ্দিনের ১৪ বছরের সংসারজীবনে দুটি কন্যাসন্তান ছিল। স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রী ও তার কথিত প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত।
সারাবাংলা/এসআর
আমৃত্যু কারাদণ্ড বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ময়মনসিংহ স্বামী হত্যা