Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাস চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৯

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রীজের ওপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত‌রা হলেন- কালিহাতী উপজেলার কুরশাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিঞার ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ (৫৪)।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানান, ব্যাটারীচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় ১৮ নম্বর ব্রীজের ওপর পৌঁছালে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক হলেও চালক ও সহকারি এখনো পলাতক।

সারাবাংলা/এসডব্লিউ

টাঙ্গাইল বাসচাপায় নিহত ২ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর