Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিয়ারশেল-লাঠিচার্জেও শাহবাগ ছাড়েনি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪

শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিল হওয়া সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা।

ঢাকা: পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের পরও রাজধানীর শাহবাগ ছাড়েনি আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ৪ টার দিকেও শাহবাগে অবস্থান নিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন-শাহবাগে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

এদিন, দুপুর ২ টা পর থেকে কয়েক দফায় আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেন পুলিশ।

শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ব্যবহার। ছবি: সারাবাংলা

অবরোধ তৈরি করে অবস্থানরত শিক্ষকরা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরছি না। আমাদের বলা হয়েছে রায়ের শুনানি এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে, এটা আমরা মানি না। বিশেষ আদালত বসিয়ে আজকের মধ্যে সমাধান না করলে রাজপথ ছাড়ব না।’

অবস্থান নেওয়া শিক্ষকদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। ছবি: সারাবাংলা

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। আর গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

সারাবাংলা/এমএইচ/এইচআই

সরকারি প্রাথমিক বিদ্যালয় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা