আইন প্রয়োগে সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৯
ঢাকা: দেশের বিদ্যমান পরিস্থিতিতে আইন প্রয়োগ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উপসচিব আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট/সুবিধাজনক ভেন্যুতে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট, সকল পাবলিক প্রসিকিউটর, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটনের সকল জোনাল উপপুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত থাকবেন। উক্ত ওয়ার্কশপ/মতবিনিময় সভায় বর্ণিত কর্মকর্তাগণের মধ্যে আনুমানিক ৩৫০ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।
এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক সংবাদ ব্রিফিং-এ এই কর্মশালার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আগে যে পদ্ধতিতে আইন প্রয়োগ করা হতো আমরা তো সে পথে হাটতে পারবোনা। আমাদেরকে আইনের স্প্রিট নিয়ে কাজটা করতে হবে। সেজন্য আমরা আইনের সঙ্গে যারা জড়িত তাদের সকলের সঙ্গে বসবো। কিভাবে আইনটা প্রয়োগ করা যায় সে বিষয়ে কথা বলবো আমরা।
তিনি আরও বলেন, আমরা মানবাধিকার ও পরিবেশকে প্রাধান্য দেবো। কারন মানবাধিকারের কারনেই আন্দোলনটা হয়েছিলো। আমরা চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম, সন্তানেরা যেন ভালো ভবিষ্যত পায়। আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্রাকটিস থাকে। আয়না ঘর যেন আর না হয় কোনো দিন। সেজন্যই আমরা বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বসবো যাতে যৌথভাবে কাজটি পরিচালনা করা যায়। সেখানে স্বরাষ্ট্র, আইন, গৃহায়ন ও গনপূর্ত, পরিবেশ উপদেষ্টা, পুলিশের আইজি, অ্যাটোর্নি জেনারেল থাকবেন।
সারাবাংলা/জেআর/এনজে