Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে সীমান্তে বিএসএফের সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪

সীমান্তে শূণ্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তে শূণ্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি জানালে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন।

এর আগে, রোববার রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূণ্য রেখার একটি ইউক্লিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফ ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা।

জানা যায়, এ নিয়ে দুপুর ২টা পর্যন্ত বিজিবি–বিএসএফের একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।

স্থানীয়রা বলেন, সীমান্তে স্থাপিত আলোচিত দুই দেশের এক মসজিদটি পুনঃনির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধাঁরে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্ণেল মাসুদুর রহমান জানান, শূণ্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছ।

সারাবাংলা/এইচআই

কুড়িগ্রাম কুড়িগ্রামে সীমান্তে বিএসএফের সিসিটিভি ক্যামেরা স্থাপন বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর