Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোহাগাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১

আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া থেকে আওয়ামী লীগ দলীয় সাবেক এক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার আধুনগর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার খোরশেদ আলম চৌধুরী লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সোমবার বিকেল তিনটার দিকে খোরশেদ আলম চৌধুরীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’

২০২৪ সালের ৫ জুন আওয়ামী লীগের টিকিট পেয়ে লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছিলেন খোরশেদ আলম চৌধুরী।

সারাবাংলা/আইসি/এইচআই

আওয়ামী লীগ খোরশেদ আলম চৌধুরী চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর