সাগর থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১
পটুয়াখালী: সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে দুলাল হাওলাদার মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সাগরে মাছ ধরার সময় জেলে দুলাল নিখোঁজ হন।
নিহত দুলাল ভোলা সদর উপজেলার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ ও জেলেরা জানান, হাবিব খলিফার একটি মাছ ধরার ট্রলারে অন্য জেলেদের সঙ্গে মাছ শিকারে সাগরে যায় দুলাল। শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় জালের রশিতে পা আটকে সাগরে পড়ে যায় ওই জেলে। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার দুইদিন পর অপর একটি ট্রলারের জেলেদের জালে দুলালের মরদেহ উঠে আসে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এসআর