Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ভারতীয় গরুসহ ৫ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০

আটক পাঁচ চোরাকারবারি

সিলেট: সিলেটের সুনামগঞ্জে ভারতীয় গরুর চালান সহ পাঁচ চোরকারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ ৪টি পিক আপ বোঝাই ১৯টি গরু জব্দসহ ওই চোরকারবারিদের আটক করেন। সোমবার (১০ জানুয়ারি) ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব, বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া, ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান।

ওসি জানান, মধ্যনগর থানা পার্শ্ববর্তী ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে পাইকুরাটি পাঁকা সড়কের উপর ওই পাঁচ চোরাকারবারির হেফাজত থেকে ৪টি পিকআপ বোঝাই ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত পিকআপ সহ গরুর মূল্য প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।

আটক পাঁচ চোরাকারবারির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ চোরাকারবারির নামে ধর্মপাশা থানায় রোববার (৯ জানুয়ারি) সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) মধ্যনগর থানার মহেষখোলা, মাটিরাবন, বাঙ্গালভিটা সীমান্ত জনপদের একাধিক লোকজন জানান, সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ৪০টি ভারতীয় গরুসহ চার চোরকারবারিকে আটক করেছেন।

সীমান্তবাসীর অভিযোগ মধ্যনগর থানা পুলিশের কিছু অসৎ অফিসারকে ম্যানেজ করে চোরাকারবারিরা ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, থান কাপড়, শাড়ি, থ্রি-পিস, কম্বল ঔষধ চিনি, ফলমুল, মসলা, কসমেটিকস, গরু, মহিষ, মোটরসাইকেল, গোলকাঠ, বাঁশ চোরাচালানের মাধ্যমে ঘুস দিয়ে এপারে নিয়ে আসছে। এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা প্রতিনিয়ত সুপারী, রসুন, মাছ, সিমকার্ড, মোবাইল ফোন সেট সহ নানা মালামাল ভারতে পাচার করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

চোরাকারবার ভারত সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর