Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪০ বছর আগেই জাতীয় পার্টি প্রয়োজনীয় অনেক সংস্কার করেছে’

স্পেশাল করেসপডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫

জাতীয় হকার্স পার্টির সঙ্গে মতবিনিময় সভা করে জাতীয় পার্টি

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছেন। সংস্কার কমিশনের প্রস্তাবিত আনুপাতিক হারের নির্বাচনের প্রস্তাব— পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সাংবাদিক সম্মেলন করে অনেক আগেই উপস্থাপন করেছিলেন। আজকের প্রয়োজনীয় অনেক সংস্কার ৪০ বছর আগেই প্রবর্তণ করে জাতীয় পার্টি।

তিনি বলেন, উপজেলা ব্যবস্থা প্রবর্তণ, উপজেলায় ম্যাজিস্ট্রেট ও মুন্সেফ নিয়োগসহ নানান সংস্কার এরশাদের হাত ধরে হয়েছে। তিনি প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তণের প্রস্তাব করেছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় হকার্স পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আজ এক অস্বস্তিকর সময় পার করছে। পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর ছিল তারা আজ নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ নতুন দল করার প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে দাবি তুলছে। কেউ দ্রুত নির্বাচন দাবি করছে, কেউ রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচনের পক্ষে।’

হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদ নিজামের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ হকার্সদের পুনঃবাসনের জন্য হকার্স সমিতি তৈরি করে ঢাকায় অনেকগুলো হকার্স মার্কেট তৈরি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় ৯০ এর পট পরিবর্তনের পরে এই মার্কেটগুলো প্রভাবশালীদের দখলে চলে গেছে। জাতীয় পার্টির শাসনামলে ঘুষ, দুর্নীতি, দখল ছিল না। জাতীয় পার্টি নেতারা দুর্নীতি-লুটপাটের মাধ্যমে ব্যাংক, বীমা, ইন্ড্রাাস্টিজের মালিক হয়নি। পল্লীবন্ধু গ্রামীণ ব্যাংক অনুমোদন দিয়েছিলেন, যা পরবর্তীতে বাংলাদেশকে নোবেল পুরস্কার এনে দিয়েছে।

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, একেএম নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব মো. সামছুল হক, যুগ্ম শ্রমবিষয়ক সম্পাদক শেখ মো. শান্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, দফতর সম্পাদক মাহমুদ আলম, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য আল আমিন সরকার, মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম, হকার্স পার্টির নেতা দেলোয়ার হোসেন সাঈদ, রাজিব শরীফ প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

জাতীয় পার্টি জাতীয় হকার্স পার্টি হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর