আন্দোলনরত ১৫ সুপারিশপ্রাপ্ত শিক্ষককে আটক
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১
ঢাকা: রাজধানীর শাহবাগ থেকে প্রাথমিকে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে আন্দোলনরত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ছত্র ভঙ্গ হয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় শাহবাগ মোড়ে।
এ দিন দুপুর ২ টার পর থেকে আন্দোলনরত নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। কিন্তু তারপরও রাজধানীর শাহবাগ ছাড়েনি আন্দোলনরত সরকারি প্রাথমিকে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিল হওয়া সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা।
অবরোধ তৈরি করে অবস্থানরত শিক্ষকরা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরবো না। আমাদের বলা হয়েছে রায়ের শুনানি এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে, এটা আমরা মানি না। বিশেষ আদালত বসিয়ে আজকের মধ্যে সমাধান না করলে রাজপথ ছাড়ব না।’
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। আর গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
সারাবাংলা/এমএইচ/এইচআই