Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী নির্বাচনে বিএনপি তো জিতবেই, তার পরের নির্বাচনেও’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১

শামসুজ্জামান দুদু।

ঢাকা: আগামী দুইটা জাতীয় নির্বাচন বিএনপি জিতবে বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘‘যারা নির্বাচনের বাধা দিচ্ছে, তারা তো অনেক বড় নেতা, অনেক বড় আন্দোলনকারী, নির্বাচন দিলে তো তাদের জয়ী হওয়ার কথা। তাহলে নির্বাচন দিলে সমস্যা কোথায়? আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আগামী নির্বাচনে বিএনপি তো জিতবেই। তারপরের নির্বাচনেও বিএনপি জিতবে। কেন জিতবে? কারণ, বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়।’

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই বিএনপি নির্বাচন দাবি করছে। অনেকেই নির্বাচনের বিরোধিতা করছে। বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। তবে বিএনপি এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ধ্বংস করতে চায়। দেশের জনগণের জন্য কাজ করতে চায়।’

সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘উদ্দেশ্য সৎ থাকলে বিএনপির ৩১ দফা পড়তেন। তা না করে শুধু সংস্কার সংস্কার করছেন। একজন শুধু উন্নয়ন উন্নয়ন করেছে। আর আপনারা শুধু সংস্কার সংস্কার করছেন। এগুলো বাদ দিতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মহান মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন একটি ভালো নির্বাচন দিতে। যে কারণে ৭৩ সাল থেকে সংকট শুরু হয়েছিল। সে সংকট কাটিয়েছিলেন জিয়াউর রহমান। এরপরে সংকট কাটিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবার সংকট কাটাবেন তারেক রহমান।’’

দুদু বলেন, ‘‘জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি কর্মসূচি দিয়েছে, প্রয়োজন পড়লে তারা রাজপথে নামবে। মানুষকে ঐক্যবদ্ধ করবে। ঐক্যবদ্ধ ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই।’’

আয়োজক সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

বিএনপি শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর